আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। ২০০২ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে দিনটি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে স্বীকৃতি পায়।বাংলাদেশে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। তবে এখনো এটির ব্যবহার তুলনামূলক ভাবে কম।

জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবং তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতিবছর নিজেরা করি এবং ভূমিহীন সংঘটন এই দিবসটি উদযাপন করে থাকে। এই মহামারী আক্রান্ত সময়েও পৃথিবীর বিভিন্ন দেশ সীমিত পরিসরে এই দিবসটি উদযাপন করছে। দিবসটিকে সামনে রেখে নিজেরা করি মোট ২৯টি উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে মেনে আলোচনা সভার আয়োজন করে। পাশাপাশি এই উপজেলাগুলোতে ভূমিহীন সংঘটনের উদ্যোগে ৫০০টি পোস্টার লাগানো হয়।



দিনাজপুরের খানসামায় ভূমিহীন সদস্যদের আলোচনা সভা।